
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর থেকে আয় হয়েছে প্রায় ৫৬২ কোটি রুপি। সবশেষ আসরের আয়ের বিস্তারিত নথি হাতে পেয়ে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান নামের একটি ওয়েবসাইট।
মূলত সম্প্রচার স্বত্ব, টাইটেল স্পন্সরশিপ, টিকিট বিক্রির আয় ও অন্যান্য স্বত্ব থেকে এই আয় হয়েছে বলে জানানো হয়। আয়ের বড় অংশ এসেছে সম্প্রচার স্বত্ব থেকে। যেখানে নিজ দেশ পাকিস্তানে সম্প্রচার স্বত্ব থেকে আয় হয়েছে ২১৭ কোটি ৫৪ লাখ রুপি। আর বহির্বিশ্বে আয় হয়েছে ৪০ কোটি ২৮ লাখ রুপি।
নিয়মানুযায়ী মোট আয়ের ৫ শতাংশ অর্থাৎ ৫৮ কোটি ২৫ লাখ রুপি আয় হয়েছে পিসিবির। বাকি ৯৫ শতাংশ অর্থাৎ ৫০৪ কোটি ৬৮ লাখ রুপি পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে হিসেবে প্রতি ফ্র্যাঞ্চাইজি পাবে ৮৪ কোটি ১ লাখ রুপি। সব ফ্র্যাঞ্চাইজি লাভের মুখ দেখলেও উচ্চ ফি থাকায় লাভ করতে পারবে না মুলতান সুলতানস।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply