Site icon Jamuna Television

বাস চাপায় কলেজ ছাত্রী নিহত, রাস্তা অবরোধ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বাসের চাপায় এক কলেজে ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের মশা উজান এলাকায় সেবা গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় শারমিন আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়।

শারমিন ওই এলাকার মনোহরপুর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার বাড়ি উপজেলার বিলনালিয়া গ্রামে। তার পিতার নাম ইয়াছিন শেখ।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান. বেলা ১২ টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইন পরিবহনের বাসটি মাইক্রোবাসকে ওভার টেক করতে গিয়ে ওই কলেজ ছাত্রীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে এ ঘটনায় এলাকার বিক্ষুদ্ধ জনগণ দেড় ঘন্টা মহাসড়কটি অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় প্রান্তে চার কিলোমিটার সড়কে কয়েক শত যান বাহন আটকা পরে।

পরে নগরকান্দা উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে সড়কের অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

Exit mobile version