সরকার উৎখাতের লক্ষ্য ছিল না: ওয়াগনার প্রধান

|

রাশিয়ার সরকার উৎখাত ওয়াগনার গ্রুপের বিদ্রোহের লক্ষ্য ছিল না। সোমবার (২৬ জুন) মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় এ দাবি করেন ভাড়াটে সেনাদলটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। খবর রয়টার্সের।

১১ মিনিটের বার্তায় ওয়াগনার প্রধান বলেন, ইউক্রেন যুদ্ধে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অকার্যকর পরিকল্পনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ ছিল। বেলারুশের মধ্যস্থতায় বিদ্রোহের অবসান ও চুক্তির পর প্রথমবারের মতো কথা বললেন প্রিগোঝিন। তবে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি অডিও বার্তায়।

রাশিয়া এমনকি সারাবিশ্বেই সবচেয়ে দক্ষ সেনাবাহিনী হলো ওয়াগনার গ্রুপ— এ দাবি করে প্রিগোঝিন বলেন, রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে রোস্তভ শহর দখল এবং মস্কোর পথে ২শ’ কিলোমিটার অগ্রসর হয়েছে ওয়াগনার বাহিনীর বহর, তাতেই প্রমাণিত হয় যোদ্ধাদের সক্ষমতা।

আরও পড়ুন: ওয়াগনার বিদ্রোহের হোতাদের বিচারের আওতায় আনা হবে: পুতিন

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply