যুক্তরাষ্ট্রের মন্টানায় ধসে পড়লো একটি রেলসেতু। এ সময় ব্রিজের ওপর দিয়ে পণ্যবাহী একটি ট্রেন পার হচ্ছিল। গত ২৪ জুনের এ দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ইয়েলো-স্টোন নদীতে পড়ে যায়। খবর রয়টার্সের।
টেনে কয়েকজন ক্রু থাকলেও এ দুর্ঘটনায় হতাহত হয়নি কেউ। এক বিবৃতিতে রেল কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন রাসায়নিক পদার্থের বেশ কয়েকটি ট্যাংক ছিল ট্রেনটিতে। বগির সাথে সাথে নদীতে পড়ে যায় অনেকগুলো। তবে বিষাক্ত কোনো রাসায়নিক নদীর পানিতে মেশেনি বলে নিশ্চিত করেছে বিশেষজ্ঞ টিম। তাই দূষণের শঙ্কা নেই।
আগে সেতুটি বিধ্বস্ত হয়েছে নাকি ট্রেন আগে লাইনচ্যুত হয়েছে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
/এমএন

