এবার মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১৫ জুলাই থেকে দেশের ছয় জেলা শহরে মেহনতি মানুষের পদযাত্রা করবে বিএনপির ৪ সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দাবি করেন, ক্ষমতাসীনরা জণগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। প্রধানমন্ত্রী বারবার ভোট নিয়ে তামাশামূলক কথা বলছেন। গণতন্ত্রকে লাশে পরিণত করাই সরকারের লক্ষ্য।
রুহুল কবির রিজভী বলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজেই সিন্ডিকেটের কথা বলেছেন। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে সরকার সিন্ডিকেট লালন-পালন করছেন। তাই দ্রব্যমূল্য আজ লাগামহীন।
/এমএন

