Site icon Jamuna Television

ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ, ৫ অক্টোবর আহমেদাবাদে উঠছে পর্দা

ছবি: সংগৃহীত

২০২৩ বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে আইসিসি। ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের বৃহত্তম এই আসর। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর।

ভারতের ১০টি ভেন্যুতে ৪৬ দিন ধরে চলবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। ৮ অক্টোবর চেন্নাইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত শুরু করবে বিশ্বকাপ ক্যাম্পেইন। আসরে ১০টি দল অংশগ্রহণ করছে। এর মাঝে প্রথম ৮টি দল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের মাধ্যমে। শেষ দুইটি স্থান নির্ধারিত হবে জিম্বাবুয়েতে ৯ জুলাই কোয়ালিফায়ার টুর্নামেন্ট শেষ হওয়ার মাধ্যমে।

আইসিসির ওয়েবসাইট থেকে দেয়া হলো বিশ্বকাপের মূল পর্বের সূচি:

রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল অপর ৯টি দলের বিরুদ্ধে খেলবে। নকআউট পর্ব ও সেমিফাইনালে কোয়ালিফাই করবে শীর্ষ চারটি দল। ১০ অক্টোবর ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর ভারত, ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২৮ অক্টোবর কোয়ালিফায়ার -১, ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর কোয়ালিফায়ার-২ এবং ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে টাইগার বাহিনী।

/এম ই

Exit mobile version