Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোতে রিগান ইসলাম (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নহিত রিগান উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।

সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করা হয়।

নিহতের ভাই ফাহিম মাহমুদ জানান, সোমবার রাতে মালামাল ক্রয় করে নিজের দোকানের সামনে আসেন রিগান। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন রিগান।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবারটি।

এসজেড/

Exit mobile version