স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:
নেত্রকোণায় পৃথক স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। জেলার দুর্গাপুরে ব্রিজের নিচ থেকে এরশাদুল হক (৪০) নামের এক অটোচালকের লাশ এবং খালিয়াজুড়ি সদরের নতুন বাজারের পশ্চিম পাশের নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
মৃত এরশাদুল হক একই ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বড়বাট্রা গ্রামের ডেওটুকোন সড়কের গাভিনা গ্রাম এলাকায় একটি ব্রিজের নিচে পানিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. সাদেক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
শিশুর লাশ উদ্ধারের বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বলেন, পার্শ্ববর্তী জেলা শাল্লা থানায় একটি ছেলে নিখোঁজ ছিল। মরদেহটি সেই ছেলের কিনা তা শনাক্ত করতে ওই থানায় খবর দেয়া হয়েছে। তারা শনাক্ত করলে লাশ তাদের হাতে বুঝিয়ে দেয়া হবে। অন্যথায় মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ইউএইচ/

