Site icon Jamuna Television

মেয়ের দ্বিতীয় সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন শাহরুখ!

মেয়ে সুহানার সাথে বলিউড বাদশাহ শাহরুখ খান।

নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখকন্যা সুহানা খানের সিনেমা ‘দ্য আর্চিজ’। প্রথম সিনেমা মুক্তির আগেই এবার খবর এলো, বাবা শাহরুখ প্রযোজিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুহানা। তবে এ সিনেমার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ। খবর পিংকভিলার।

জানা গেছে, রেড চিলিজ প্রযোজিত এখনও নাম ঠিক না হওয়া সুহানার দ্বিতীয় ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহেই। যা পরিচালনা করবেন ‘পাঠান’ এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বর্তমানে সিনেমাটির কাস্ট নির্বাচনের কাজ চলছে বলে জানা গেছে। এ সিনেমায় সুহানা ছাড়া আর কোন কোন তারকাকে দেখা যাবে, সেটি জানানো হয়নি। এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা নির্মাতার।

প্রসঙ্গত, মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। এরপর, নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেন সুহানা। সুহানা খান অভিনীত প্রথম সিনেমা ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে এ বছরের সেপ্টেম্বরে।

/এসএইচ


Exit mobile version