Site icon Jamuna Television

‘আগামী অক্টোবরে সীমিত আকারে খুলছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল’

আগামী অক্টোবরে সীমিত আকারে খুলে দেয়া হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

মঙ্গলবার (২৭ জুন) সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, প্রকল্পের প্রায় ৭৭ দশমিক ৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ, এখন ফিনিশিংয়ের কাজ চলছে। ঈদের ছুটিতেও কাজ চলবে বলেও জানান তিনি।

এছাড়া, ২০২৪ সালের শেষের দিকে থার্ড টার্মিনাল পুরোদমে চালু হবে বলেও আশা করেন মফিদুর রহমান।

ইউএইচ/

Exit mobile version