Site icon Jamuna Television

আকস্মিক বন্যার কবলে জার্মানির রাজধানী বার্লিন

ছবি: রয়টার্স থেকে সংগৃহীত।

আকস্মিক বন্যার কবলে পড়েছে জার্মানির রাজধানী বার্লিন। এর ফলে রাজধানীজুড়ে জারি করা হয়েছে ঝড়-শিলাবৃষ্টির সতর্কতা। খবর রয়টার্সের।

সোমবার (২৬ জুন) কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে শহরটির ট্রাফিক সিস্টেম। শুরু হয়েছে তীব্র যানজট। ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

পানি নিষ্কাশন করে চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন জরুরি বিভাগের সদস্যরা। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কয়েকদিন এমন ভারি বৃষ্টিপাত বহাল থাকবে বার্লিনে।

এএআর/

Exit mobile version