Site icon Jamuna Television

হন্ডুরাসে কারাগারের নিয়ন্ত্রণ নিলো সামরিক বাহিনী

ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক বাহিনী। সহিংসতা বন্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর মুখপাত্র। খবর রয়টার্সের।

গত সপ্তাহে একটি কারাগারে দাঙ্গার জেরে প্রাণ হারান ৪৬ নারী কয়েদি। এরপরই নিরাপত্তা জোরদারে সামরিক বাহিনীকে কারাগারের দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট।

গত ২০ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি কারাগারে সংঘাতে জড়ায় দুই দল। একপর্যায়ে অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন সেলে। আগুনে পুড়ে বেশিরভাগ কয়েদির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। সোমবারও (২৬ জুন) দেশটির তামারা কারাগার থেকে পিস্তল, মেশিনগান, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার করা হয়।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ২৬ কারাগারে কমপক্ষে ২০ হাজার বন্দি আছে। বেশিরভাগ জেলেই ধারণ ক্ষমতার তুলনায় বেশি কয়েদি রাখা হয়েছে।

এএআর/

Exit mobile version