Site icon Jamuna Television

দেশে মানুষের কোনো অধিকার নেই: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

দেশে মানুষের কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, বর্তমানে দেশে মানুষের কোনো অধিকার নেই। ভোটের অধিকার নেই, মন খুলে কথা বলার অধিকার নেই, প্রেস ফ্রিডম নেই, ভাত-কাপড়ের নিরাপত্তাও নেই।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সংবিধানে বর্ণিত মানুষের মৌলিক অধিকার পূরণ করতে পারছে না রাষ্ট্র ও সরকার। সেই জায়গা থেকে দেশকে মুক্ত করতে চেষ্টা চলছে। সে কারণে আগামী সংসদ নির্বাচন জাতির জন্য একটি বড় ধরনের পরীক্ষা, একটি ক্রিটিক্যাল পয়েন্ট।

জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনে কী ধরনের কারচুপি হয়; তা দেশের মানুষকে দেখানোর জন্য জাতীয় পার্টি বিভিন্ন নির্বাচনে অংশ নিচ্ছে। এ সময় তিনি চলতি বাজেটের সমালোচনা করে বলেন, এই বাজেট ডুবন্ত অর্থনীতিকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উদযাপনের উদ্দেশে পাঁচ দিনের সফরে রংপুরে গিয়েছেন জিএম কাদের। সাংবাদিকদের সাথে আলাপের পর তিনি পৈত্রিক নিবাস স্কাইমুনে যান।

এএআর/

Exit mobile version