Site icon Jamuna Television

মিয়ানমারে ‘মোখা’র তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো যাচ্ছে না আন্তর্জাতিক সহযোগিতা

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সাইক্লোন ‘মোখা’র তাণ্ডবে বিপর্যস্ত মানুষদের কাছে পৌঁছানো যাচ্ছে না আন্তর্জাতিক সহযোগিতা। এতে দেশটির সামরিক সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। খবর দ্য গার্ডিয়ানের।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, প্রাকৃতিক আঘাতের পর মানবসৃষ্ট দুর্যোগ দেখছে মিয়ানমার। কারণ, ঘরবাড়ি পুনঃসংস্কার করতে পারছেন না ভুক্তভোগীরা। তার ওপর, অঞ্চলগুলোয় প্রবেশাধিকারের ওপর রয়েছে জান্তা বিধিনিষেধ।

গত ১৪ মে মিয়ানমার ভূখণ্ডে আঘাত হানে সাইক্লোন মোখা। জান্তা সরকারের দাবি, এতে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন। যদিও বেসরকারি হিসাব মতে, সংখ্যাটি অন্তত ৫০০ জনের কাছাকাছি। এছাড়াও প্রলয়ঙ্করী ওই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজারের বেশি গ্রাম।

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অভিযোগ, ৮ জুন পর্যন্ত সরকার আটকে রেখেছিল ত্রাণ সরবরাহ। তারপরও রাখাইনের মতো ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশের ওপর রয়ে গেছে নিষেধাজ্ঞা।

এএআর/

Exit mobile version