Site icon Jamuna Television

চেলসি ছেড়ে ম্যানসিটিতে কোভাসিচ

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাসিচ।

এই মিডফিল্ডারের সার্ভিস পেতে খুব বেশি ট্রান্সফার ফি দিতে হয়নি সিটিজেনদের। ২৫ মিলিয়ন পাউন্ডের সাথে, বোনাস হিসেবে আর সর্বোচ্চ ৫ মিলিয়ন পেতে পারে চেলসি। ২৯ বছর বয়সী এই ফুটবলার সিটিজেনদের সাথে ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

চেলসিতে ৫ বছর থাকার পর ম্যানচেস্টারে পাড়ি দিলেন কোভাসিচ। সব ধরনের প্রতিযোগিতায় ব্লুদের হয়ে ২২১ ম্যান খেলেছেন এই ক্রোয়াট। মূলত জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ানের বিকল্প হিসেবে কোভাসিচেক দলে নিয়েছে ম্যানসিটি।

২০২১ সালে চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের সদস্য ছিলেন কোভাসিচ। ফাইনালে সিটির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি। ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলেছেন কোভাসিচ। কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়ার পথে ক্রোয়াটদের সবগুলো ম্যাচ খেলেন ২৯ বছর বয়সী ফুটবলার।

ম্যানসিটির মিডফিল্ডে দলের প্রাণভোমরা বার্নান্দো সিলভাও ক্লাব ছাড়বেন বলে জোর গুঞ্জন রয়েছে। মৌসুমের আগে মিডফিল্ডকে নতুন করে সাজানোর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে ‘ট্রেবল’ জয়ী ক্লাবটি।

/আরআইএম

Exit mobile version