Site icon Jamuna Television

বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই: তামিম

ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা। প্রকাশ হয়ে গেছে চূড়ান্ত সূচিও। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের। ৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। 

মঙ্গলবার (২৭ জুন) বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণার পর আইসিসি ওয়েবসাইটে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, টুর্নামেন্টের যে ফরম্যাট, তাতে স্বস্তিতে থাকার সুযোগ নেই। প্রতিটি দলই কঠিন। সহজ ম্যাচ বলে কিছু নেই।

তিনি বলেন, ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং টুর্নামেন্ট, যা আপনার দক্ষতা ও টেম্পারামেন্টের কঠিন পরীক্ষা নেবে।

দেশ সেরা এই ওপেনার আরও বলেন, বিশ্বকাপে আমাদের দল নিয়ে আমি আশাবাদী। কয়েক বছর ধরে ওয়ানডেতে খুব ভালো করছি আমরা। বিশ্বকাপ সুপার লিগেও শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে ছিলাম। 

নিজেদের দল নিয়ে তামিম আরও বলেন, দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য রক্ষা করা হয়েছে। কন্ডিশনও আমাদের চেনা। অনেক বড় আশা নিয়ে যাব আমরা। খেলা যেখানেই হোক, বিশ্বকাপে ভালো করতে হলে সব চ্যালেঞ্জ সামলানোর প্রস্তুতি থাকতে হবে।

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে তামিম বলেন, ভারতে খেলা সব সময় আনন্দের। মাঠের উন্মাদনা, দুর্দান্ত স্টেডিয়াম এবং জ্ঞানী ক্রিকেট ভক্তরা অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে তোলে। আমরা সেখানে খেলতে গেলেই ভালো সমর্থন পাই।

/আরআইএম

Exit mobile version