Site icon Jamuna Television

ঈদে দিনভর থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

ছবি: সংগৃহীত

ঈদের দিন দিনভর থাকবে বৃষ্টি। সারাদেশে আজ (২৮ জুন) সকাল থেকে সেই প্রভাব দেখা গেছে। এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টিপাত প্রসঙ্গে আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের প্রতিটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে। ঈদের দিন বৃষ্টির পরিমাণ কমবে। তবে, বৃষ্টি বাড়বে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। গত ক’দিন ধরে সমুদ্র বন্দর এলাকায় স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আব্দুর রহমান খান বলেন, আগামীকাল ঈদ। আজ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। কোথাও মুষলধারে, কোথাও অতি ভারি বৃষ্টি হচ্ছে। ঢাকাসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের দুয়েকটি বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আব্দুর রহমান খান আরও বলেন, আমাদের যে বিশ্লেষণ সে অনুসারে, আগামীকাল সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হয়তো বিক্ষিপ্তভাবে, কোথাও মুষলধারে হবে। ঢাকাতেও আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। কখনও কখনও হয়তো বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, তাই উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুরের পর থেকে ঢাকার উত্তরের অঞ্চলসমূহ যেমন ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

/এম ই

Exit mobile version