Site icon Jamuna Television

এবারও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে, সেতুমন্ত্রীর দাবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে। এমন দাবি করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৮ জুন) সকালে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদযাত্রায় যে সকল যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন সেজন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: ঢাকা-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ২০ কিলোমিটারের যানজট

/এম ই

Exit mobile version