Site icon Jamuna Television

চিলিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ২, নিখোঁজ ৪

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে লাতিন দেশ চিলি। মধ্যাঞ্চলে ভালপারাইসো ও বিয়োবিয়ো প্রদেশের এ দুর্যোগে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুইজন। নিখোঁজ আরও চারজন। খবর আল জাজিরার।

গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতে নদী প্লাবিত হয়ে প্রবল বন্যা সৃষ্টি হয়েছে। আর টানা বৃষ্টির কারণে শুরু হয়েছে ভূমিধস। ভেঙে-চুরে নিয়ে যাচ্ছে বসতবাড়ি। এখন পর্যন্ত গৃহহীন হয়ে পড়েছে ৪ শতাধিক বাসিন্দা। ধ্বংস হয়েছে বহু এলাকার সড়ক ও সংযোগ সেতু।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে অঞ্চলগুলোতে আটকা পড়েছে অন্তত ১২ হাজার বাসিন্দা। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকাজ শুরু করেছে জরুরি বিভাগ। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। হেলিকপ্টারে সরিয়ে আনা হচ্ছে বাসিন্দাদের। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এএআর/

Exit mobile version