Site icon Jamuna Television

ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ জুন) এক ভিডিও বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রধানমন্ত্রী বলেন, এক বছর পর কোরবানির ঈদ আবারও আমাদের জীবনে ফিরে এসেছে। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানি অর্থবহ হয়ে ওঠে।

তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানবজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।

ইউএইচ/

Exit mobile version