
শরিয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় স্বামীর শাবলের আঘাতে তানিয়া আক্তার (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের খলিফাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার ওই গ্রামের জসিম হাওলাদারের (৩৬) স্ত্রী। এ দম্পতির দুই ছেলে রয়েছে। ঘটনার পর জসিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তানিয়া-জসিমের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার দুপুরেও তাদের দু’জনের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরের মধ্যে থাকা একটি শাবল দিয়ে তানিয়ার মাথায় আঘাত করে জসিম। এ সময় তানিয়া মেঝেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর জসিম আটক হলেও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়েছে। জসিম ও তার পরিবারের বিচারের দাবি করেছেন নিহতর পরিবার।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply