Site icon Jamuna Television

গাবতলী বাস টার্মিনাল থেকে ১১ কেজি সোনাসহ আটক ৫

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ১১ কেজি সোনাসহ আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় র‍্যাব-২ এর অধিনায়ক আনোয়ারুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় দিকে তাদের গ্রেফতার করা হয়।তিনি জানান, জুতোর ভিতর থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। চক্রটি ঢাকা থেকে যশোরের বেনাপোলে সোনাগুলো নিয়ে যাচ্ছিলো। পরে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের। তিনি বলেন, এ চক্রটি মূলত টাকার বিনিময়ে পরিবহনের কাজ করে। সপ্তাহে দুইবার পরিবহনের কাজ করে তারা। পারিশ্রমিক হিসেবে ৭ হাজার টাকা করে দেয়ার কথা ছিল তাদের।

Exit mobile version