Site icon Jamuna Television

ইভিএম পদ্ধতিতে সরকারের আপত্তি নেই: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন চাইলে ইভিএম পদ্ধতিতে ভোট হবে। এতে সরকারের কোনো আপত্তি নেই। আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহানগর আওয়ামী লীগ আওয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, সংলাপ বিএনপি’র একটি রাজনৈতিক স্ট্যান্ড। এর কোনো প্রয়োজন নেই। খালেদা জিয়ার কারাবাসের বিষয়টি আদালতের বলেও মন্তব্য করেন তিনি। যে কোন বাধা বিপত্তি প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের। সেই সাথে সেপ্টেম্বরের মধ্যেই মহানগরের সকল থানা ও ওয়ার্ড কমিটি করার নির্দেশ দিয়েছেন তিনি।

Exit mobile version