Site icon Jamuna Television

৮ বছর পর পর্দায় ফিরছেন মাহফুজ, শাকিবের শুভেচ্ছা

ছবি: বাঁ দিক থেকে নায়ক শাকিব খান ও মাহফুজ। ফাইল ফটো

দীর্ঘ ৮ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘প্রহেলিকা’। তার এই প্রত্যাবর্তনে শুভকামনা জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খান।

বুধবার (২৮ জুন) এক ফেসবুক পোস্টে শাকিব লেখেন, হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন। ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।

অভিনয় জগতে সফল অভিনেতা মাহফুজ আহমেদ। এর আগে ২০১৫ সালে তার জিরো ডিগ্রি সিনেমা মুক্তি পায়। এ ছাড়া তিনি অভিনয় করেছেন, শবনম, চার সতীনের ঘর, লাল সবুজ, দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিনসহ বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্রে।

এটিএম/

Exit mobile version