Site icon Jamuna Television

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

প্রধান জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঢাকার দুই মেয়র, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ নেন।

এর আগে ভোর থেকেই বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। ধনী-গরীব বৈষম্য ভুলে ঈদ জামাত অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহ’র ঐক্য কামনায় দোয়া করা হয়।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে জামাতগুলো। দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

এসজেড/

Exit mobile version