Site icon Jamuna Television

বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা

বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। কাবা শরিফে লাখো মুসল্লি আজ সবশেষ নিয়ম পালন করছেন। খবর বার্তা সংস্থা এপির।

অনেকেই শেষবারের মতো চুম্বন করছেন ‘হাজরে আসওয়াদ’। তারা অশ্রুভরা চোখে কাবা শরীফকে বিদায় জানান। কান্না-মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে পাপমুক্তির দোয়া চান। অনেক হাজি আজও শয়তানের প্রতিকৃতিতে পাথর ছুড়ছেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

যারা মক্কায় বসবাস করেন, তাদের জন্য বিদায়ী তাওয়াফ মোস্তাহাব। কিন্তু যারা বাইরের শহর এবং দেশ থেকে হজ পালনে যান; তাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব।

প্রসঙ্গত, জুনের ২৬ তারিখ থেকে শুরু হয়েছিল পবিত্র হজের আনুষ্ঠানিকতা। চলতি বছর ২০ লাখের কাছাকাছি মানুষ হজ পালনের সুযোগ পেয়েছেন।

ইউএইচ/

Exit mobile version