Site icon Jamuna Television

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় নৌবা‌হিনী কর্মকর্তার মৃত্যু

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের রাজবাড়ী সদরের কল্যাণপুরে দ্রুত গ‌তির মাইক্রোবা‌স চাপায় সজীব মোল্লা (২২) না‌মে এক নৌবা‌হিনীর কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রা‌মের লোকমান মোল্লা।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুপুরে মোটরসাইকেল নিয়ে নিহত সবুজসহ দুইজন গোয়ালন্দ মো‌ড়ের দি‌কে যা‌চ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবা‌সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সবুজ। এ সময় পালিয়ে ঘাতক মাইক্রোবাসটি।

তিনি আরও বলেন, সম্প্রতি সজীব নৌবা‌হিনীর অ‌ফিসার হিসেবে চাকরি পেয়েছেন। তার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষ করে তিনি কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন।

এটিএম/

Exit mobile version