Site icon Jamuna Television

মেসিদের নতুন কোচ টাটা

গেরারদো টাটা মার্টিনো। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামিতে নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গেরারদো টাটা মার্টিনো। মায়ামিতে যোগ দেয়ার আগে মেক্সিকো জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ৬০ বছর বয়সী মার্টিনো। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি খেলবেন এ ক্লাবে।

টাটাকে দলে স্বাগত জানিয়েছেন ক্লাবের মালিক হোর্হে মাস। তিনি বলেন, ইন্টার মায়ামিতে আমরা টাটাকে স্বাগত জানাই। আশা করি, তিনি আমাদের লক্ষ্য পূরণ করতে পারবেন। তিনি সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন। আমরা বিশ্বাস করি, শিরোপা জয়ে তার অভিজ্ঞতা কাজে লাগবে।

ফিল নেভিলের স্থলাভিষিক্ত হয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ টাটা মার্টিনো। মাস খানেক আগে বহিষ্কার হয়েছেন নেভিল। এ মৌসুমে এমএলএস লিগে ১৮ ম্যাচে ৫ জয় ও ১৩টিতে হারে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫টি দলের মধ্যে সবচেয়ে খারাপ রেকর্ড ফল করেছে তারা।

এএআর/

Exit mobile version