Site icon Jamuna Television

অসুস্থ হয়ে হাসপাতালে সৃজিত, বিমানে উড়ে গেলেন মিথিলা

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ। সম্প্রতি তার একটি পোস্ট থেকেই এমন খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই তার আরোগ্য কামনা করেছেন। স্বামীর অসুস্থতার খবর শুনে ঢাকা থেকে কলকাতায় গিয়েছেন সৃজিতের স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

যদিও সোশ্যাল মিডিয়ায় সকলকে আশ্বস্ত করে সৃজিত জানিয়েছেন যে তিনি এখন সুস্থ রয়েছেন।

মিথিলা জানিয়েছেন, সম্প্রতি চিকিৎসকের কাছে যেতে হয়েছিল পরিচালককে। তিনি কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন। সেই পরীক্ষা করাতেই তিনি বুধবার (২৮ জুন) হাসপাতালে পৌঁছান। মিথিলা এখন কলকাতায়। তিনি সৃজিতের সঙ্গেই ছিলেন। দু’জনকে হাসপাতালে দেখেই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।

বেশ কয়েকদিন ধরেই কলকাতায় ছিলেন না সৃজিত স্ত্রী মিথিলা। মেয়েকে নিয়ে জেনেভায় গিয়েছিলেন। তারপর সেখান এসেছিলেন বাংলাদেশে। বুধবার কলকাতায় ফিরেছেন মিথিলা।

এটিএম/

Exit mobile version