ভারতের ত্রিপুরা রাজ্যে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার (২৮ জুন) রাজ্যের উনাকোটি জেলায় উল্টো রথযাত্রার অনুষ্ঠান চলাকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
প্রশাসন জানায়, বিপুল সংখ্যক মানুষ উল্টো রথ যাত্রায় অংশ নেন। এ সময় রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে রথটি বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয় জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রথটি লোহার তৈরি হওয়ায় দ্রুত বিদ্যুতায়িত হয়েছে বলে জানা গেছে।
ইউএইচ/

