Site icon Jamuna Television

কুড়িগ্রামে পানিতে পড়ে মামাতো ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপজেলায় পা‌নি‌তে ডু‌বে আপন মামাতো ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্প‌তিবার (২৯ জুন) বি‌কে‌ল ৫টার দি‌কে উলিপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের কাশা‌রিয়ারঘাট গ্রামের বাসিন্দা ম‌শিউর রহমা‌নের ছেলে বেলাল মিয়া (৭) এবং রংপুর তারাগঞ্জ এলাকার র‌বিউল ইসলা‌মের মেয়ে রোকাইয়া খাতুন (৮)।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, গত দু’দিন আগে মামা ম‌শিউর রহমা‌নের বা‌ড়ি‌তে ঈদের দাওয়াত খে‌তে যায় শিশু রোকাইয়া। আজ বৃহস্প‌তিবার বিকেলে মামা‌তো ভাই বেলালসহ খেল‌ছিল তারা। এ সময় সবার অজা‌ন্তে বা‌ড়ির পা‌শে বামনি নদীতে (ছোট নদী‌) গোসল ক‌রতে না‌মে। দীর্ঘ সময় তা‌দের দেখ‌তে না পে‌য়ে স্বজনরা খোঁজাখুঁ‌জি শুরু করে। প‌রে ওই নদী‌তে তা‌দের লাশ ভাস‌তে দেখে মৃত‌ দেহ উদ্ধার করে। ন‌দীর ঘা‌টে শিশু দু‌টির পর‌নের কাপড় প‌ড়েছিল ব‌লেও জানান স্থানীয়রা।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রেন উলিপুর থানার ও‌সি (তদন্ত) রুহুল আমিন।

এটিএম/

Exit mobile version