Site icon Jamuna Television

চলে গেলেন অভিনেত্রী মিতা চৌধুরী

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি জানান।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১০টার দিকে তিনি ফেসবুকে লিখেছেন, তার মা আজ রাতে মারা গেছেন। জানান, ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মিতা। সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। এটি তার দ্বিতীয় অধ্যায়। এরপর আবার নিয়মিত অভিনয় করেছেন। তার প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’।

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’–এর মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’–এর পাণ্ডুলিপি তৈরি করেন।

এটিএম/

Exit mobile version