Site icon Jamuna Television

ডিনার পার্টিতেও ব্যাট হাতে সাকিব!

কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। সাকিব আল হাসানের বেলাতেও হলো তাই। ঈদের দিন এক ডিনার পার্টিতে গিয়েও তিনি মেতে ওঠেন ক্রিকেট নিয়ে।

পরিবার নিয়ে ঈদ করতে সাকিব এখন অবস্থান করছেন মাগুরায়। বৃহস্পতিবার (২৯ জুন) মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগের নিমন্ত্রণে তার বাসভবনে আয়োজিত ডিনার পার্টিতে যান সাকিব। এ সময় জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিদের নিয়ে তার বাংলোর সামনে এক ছোট্ট ক্রিকেট ম্যাচের আয়োজন করে বসেন।

ব্যাট-বল দেখে বসে থাকেননি সাকিবও। তিনিও নেমে পড়েন কংক্রিটের রাস্তায় ব্যাট করতে। সাকিবকে অপর প্রান্ত থেকে বল করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এবং জেলা প্রশাসক আবু নাসের বেগ। স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট চালাতে দেখা যায় নাম্বার ওয়ান অলরাউন্ডারকে। ব্যাটিংয়ের পর সাকিব অবতীর্ণ হন বোলারের ভূমিকায়। তার বিপরীতে ব্যাট করেন এমপি ও ডিসি।

/এসএইচ

Exit mobile version