Site icon Jamuna Television

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। শুক্রবার (৩০ জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে ঘরে ফেরা মানুষের উপস্থিতি দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রী কম থাকলেও সময়মত ছেড়ে যাচ্ছে বাসগুলো। বেশিরভাগ মানুষ ঈদের আগে ঢাকা ছাড়লেও যারা নিম্নআয়ের মানুষ কোরবানী ঈদের পরে বাড়ি যান তারা। যাত্রীরা বলছেন, ঝামেলা এড়িয়ে বাড়ি যেতে চান তারা। এজন্য ঢাকায় ঈদ করে পরেরদিন সাচ্ছন্দ্যে নিজ গন্তব্যে রওয়ানা হয়েছেন।

/এসএইচ

Exit mobile version