Site icon Jamuna Television

ওয়াগনার গ্রুপের হামলায় ভূপাতিত রুশ সামরিক বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

উদ্ধার হলো ওয়াগনার গ্রুপের হামলায় ভূপাতিত হওয়া রুশ সামরিক বিমানের ধ্বংসাবশেষ। ক্রেমলিনের দাবি, এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে রাশিয়া জানায়, বিদ্রোহ চলাকালে মিসাইল ছুড়ে বুগায়েভকা শহরে ভূপাতিত করা হয় বিমানটি। প্রাথমিক তদন্ত অনুসারে, এটি রুশ সামরিক বাহিনীর আইএল- টুটুএম উড়োযান। স্যাটেলাইট থেকে তোলা ছবির মাধ্যমে চিহ্নিত করা হয় বিমানটির অবস্থান।

এরইমধ্যে পাইলটের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত শনিবার সীমান্তবর্তী রোস্তোভ শহরে ঢোকে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। তবে, ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয় রক্তপাতহীন বিদ্রোহ। বর্তমানে বেলারুশের আশ্রয়ে রয়েছেন দলটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন ও বাদবাকি সদস্যরা।

ইউএইচ/

Exit mobile version