Site icon Jamuna Television

ফ্রান্সে নজিরবিহীন দাঙ্গা, আটক ৩২৮

আলজেরীয় ও ফরাসি বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ কিশোর নাহেল (১৭) হত্যার ঘটনায় বিক্ষোভ-সংঘাতে উত্তাল ফ্রান্স। এ নিয়ে তৃতীয় রাতের মতো দাঙ্গা ছড়ালে, আটক হয় ৩২৮ বিক্ষোভকারী। বৃহস্পতিবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিএনএনের।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু রাজধানী নয়; ছোট-বড় আরও ১০টি শহরে ছড়িয়েছে সহিংসতা। অগ্নিসংযোগের পাশাপাশি করা হচ্ছে লুটপাট। পরিস্থিতি মোকাবেলায় ৪০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবুও, দমানো যাচ্ছে না নিরাপত্তা বাহিনীর ওপর আসা হামলা।

জানা গেছে, রাজধানীর কাছেই ক্লামার্ত শহরে ৩ জুলাই পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। প্যারিসে রাত ৯টা থেকে বাস-ট্রেন চলাচল বন্ধ। এরইমধ্যে, নিহত অভিবাসী ওই কিশোরের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।

এর আগে, গত মঙ্গলবার নানতেরে শহরে ট্রাফিক আইন অমান্য করলে নাহেলের চলন্ত গাড়ি থামাতে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

/এসএইচ

Exit mobile version