Site icon Jamuna Television

রাজধানীর কুর্মিটোলায় প্রাইভেটকারের ধাক্কায় দম্পতি নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, দুর্ঘটনায় মো. শামীম ও তার স্ত্রী জান্নাত আক্তার নিহত হয়েছেন। জান্নাত গতরাতে মারা যায়। আর শুক্রবার (৩০ জুন) সকালে শামীমও মারা যান। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এছাড়া ৮ বছর বয়সী সাদিয়া আক্তার চিকিৎসাধীন রয়েছেন। প্রাইভেটকার চালক সাঈদকে আটক করা হয়েছে।

আহত সাদিয়ার বাবা সাইফুল ইসলাম জানান, গত রাতে কুড়িল বিশ্বরোডে শ্বশুরের বাসায় দাওয়াত ছিল তাদের। সেখানে থেকে রাত ২টার দিকে মোটরসাইকেলযোগে ভাষানটেকে বাসায় ফিরছিলেন তারা। পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ভায়রা শামীমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সবাই ছিটকে পড়ে।

ইউএইচ/

Exit mobile version