Site icon Jamuna Television

পারমাণবিক হামলা মোকাবেলায় প্রস্তুত ইউক্রেন

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জাপোরিঝিয়ায় হয়ে গেলো পারমাণবিক হামলা মোকাবেলার মহড়া। বৃহস্পতিবার (২৯ জুন) কিয়েভ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। খবর এবিসি নিউজের।

কিয়েভের অভিযোগ, সামরিক অভিযানের শুরু থেকেই পরমাণু কেন্দ্রগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাশিয়া। তাই, তেজস্ক্রিয়তা পরীক্ষা, স্থানীয়দের উদ্ধার এবং চিকিৎসা সেবা কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয় নিরাপত্তা বাহিনীকে। এতে, অংশ নেন সাধারণ শহরবাসীও।

ইউক্রেনের জ্বালানি প্রতিমন্ত্রী ইউরি ভ্লাসেনকো জানান, পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হলে তেজস্ক্রিয়তা ছড়াবে আশেপাশের ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায়। এতে, ক্ষতিগ্রস্ত হবে চারটি অঞ্চল।

প্রসঙ্গত, ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটি গত মার্চে দখল করে রাশিয়া। সেখানে, কয়েকদফাই হয়েছে হামলা; যার জন্য পরস্পরকে দোষারোপ করে মস্কো-কিয়েভ।

/এসএইচ

Exit mobile version