Site icon Jamuna Television

মায়ের কোলে ফিরলো না শিশু আকিফা

ছিলেন মায়ের কোলে। পাশে থেমে থাকা বাস হঠাৎই চলতে শুরু করলো। ধাক্কা দিয়ে ফেলে দিলো মাকে। সাথে কোলে থাকা আকিফাকেও। গুরুতর আহত শিশু আকিফাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়ে গেলো। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেলো শিশুটি।

আকিফার বাবা হারুনুর রশিদ জানান, মাঝ রাত থেকে আকিফার শারীরিক অবস্থার অবনতি হয়। ফজরের আজানের সময় আকিফার মৃত্যু হয়। আট মাস বয়সী ছোট্ট আকিফার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

মঙ্গলবার কুষ্টিয়ায় থেমে থাকা বাসের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলো আকিফার মা। এসময় বাসটি হঠাৎ ধাক্কা দেয় আকিফার মা ও কোলে থাকা আকিফাকে। গুরুতর আহত আকিফাকে প্রথমে কুষ্টিয়া ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিলো।

এদিকে, বাসের ধাক্কায় আকিফার মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা।

Exit mobile version