ঈদের আনন্দ নিতে বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন নগরবাসী। তবে, অন্য সময়ের তুলনায় মিরপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় নেই। শুক্রবার (৩০ জুন) বিকেলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।
বরাবরের মতো শিশুদের উচ্ছ্বাস দেখার মতো। গেট দিয়ে ঢুকেই বানরের খাঁচার সামনে ঢুঁ মারছে সবাই। এরপরেই বাঘ, সিংহ দেখতে পাশের খাঁচায় ভিড় জমাচ্ছে তারা।
অভিভাবকরা বলছেন, যান্ত্রিক জীবনে সন্তানদের খুব একটা সময় দেয়া হয় না। এই জন্য ঈদের ছুটিতে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন তারা।
এদিকে, হিংস্র প্রাণী দেখার সময় অধিক সচেতন থাকতে দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ইউএইচ/

