Site icon Jamuna Television

আলোচিত চীনা স্পাই বেলুন নিয়ে নতুন তথ্য জানালো পেন্টাগন

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় আসা চীনা গুপ্তচর বেলুন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। তবে এখন এই বেলুন নিয়ে নতুন এক তথ্য সামনে নিয়ে এসেছে পেন্টাগন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থান করলেও এটি কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। খবর সিএনএন এর।

বৃহস্পতিবার (২৯ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র। তিনি জানান, আমরা তদন্ত করে দেখেছি, যুক্তরাষ্ট্রের আকাশসীমা দিয়ে যাওয়ার সময় কোনো তথ্য নিতে পারেনি বেলুনটি। কোনো তথ্য সংগ্রহ করার আগেই বেলুনটিকে আটলান্টিক মহাসাগরে ভূপাতিত করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও কানাডার উপর দিয়ে এক সপ্তাহ ধরে উড়ে চলা একটি বিশালাকার বেলুন শনাক্ত করা হয়। সে সময় যুক্তরাষ্ট্র দাবি করে, গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে চীন বেলুনটি পাঠিয়েছে। এর জেরে দুই দেশের সম্পর্কে তৈরি হয় উত্তেজনা। অবশ্য চীনের পক্ষ থেকে বলা হয়েছিল, আবহাওয়ার তথ্য সংগ্রহ করাই ছিল বেলুনটির কাজ। তবে বাতাসের গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এটি চলে যায় যুক্তরাষ্ট্রের সীমান্তে।

এসজেড/

Exit mobile version