কোনো প্রকার দুর্ভোগ-দুর্যোগ ছাড়াই সাধারণ মানুষ মনের আনন্দে ঈদ উদযাপন করছে বলেই বিএনপি নেতাদের মন খারাপ হয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে বিএনপির নেতাদের দেয়া এক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। এছাড়া বিএনপি নেতাদের দেয়া ‘এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি’ শীর্ষক বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করা বিএনপি নেতাদের বাসনা। জনগণ বরাবরের মতো বিএনপির ধ্বংসাত্মক ও মিথ্যাচারের রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউএইচ/

