Site icon Jamuna Television

বিমসটেক-এর চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাঠমাণ্ডু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বে অব বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাঠমান্ডু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় নেপালের উপ-প্রধানমন্ত্রী ও সেদেশেএ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। নেপালের রাজধানী কাঠমান্ডুতে দু’দিনব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে আজ। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী।

বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। এবারের বৈঠকে অন্যান্য ইস্যুর মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। সম্মেলন শেষে আগামীকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

যমুনা অনলাইন: এমআইআর/টিএফ

Exit mobile version