Site icon Jamuna Television

সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২

সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে একজন হামলাকারী; অপরজন কনস্যুলেটের নিরাপত্তারক্ষী। তবে হামলার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গাড়িতে করে কনস্যুলেটের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে আসেন হামলাকারী। একপর্যায়ে শুরু করেন এলোপাতাড়ি গুলি। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। নিহত নিরাপত্তারক্ষী নেপালের নাগরিক বলে জানিয়েছে গণমাধ্যম। হজের মৌসুমে এমন ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে জেদ্দায়।

এটিএম/

Exit mobile version