Site icon Jamuna Television

নরসিংদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নিহত স্কুলছাত্র মাহিন মিয়া।

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মাহিন মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাহিন মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের ভয়াসন গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে কৃষ্ণপুর সরকারি টেক্সটাইল ইন্সটিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া মাঠে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বৃষ্টির ফাঁকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিল মাহিন। সেখানে বজ্রপাতের আঘাতে জমির আইলে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন জানান, মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে মাহিন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version