Site icon Jamuna Television

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম (৪৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) সকালে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক উপজেলার পাতিবিলা গ্রামের মৃত ওয়াদুদ বিশ্বাসের ছেলে। তিনি ডা. সাইফুল ইসলাম ডিগ্রী কলেজের (কাটগড়া) সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বাড়ির পাশে বাগান পরিষ্কার করছিলেন রেজাউল ইসলাম। সেসময় অসাবধানতাবশত সেখানে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসজেড/

Exit mobile version