Site icon Jamuna Television

এবার দাঙ্গাবাজদের শান্ত থাকার আহ্বান জানালেন এমবাপ্পে

নজিরবিহীন দাঙ্গার মুখোমুখি ফ্রান্স। চতুর্থ রাতেও দেশজুড়ে ধরপাকড়ের শিকার হয় সাড়ে ৯০০ বিক্ষোভকারী। তারকা ফুটবলার এমবাপ্পেও বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি’র।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। বর্তমানে রাজধানী প্যারিসসহ আন্দোলন ছড়িয়ে পড়া শহরগুলোয় ৪৫ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। বন্ধ রাত্রিকালীন বাস-ট্রাম সার্ভিস। পরিস্থিতি মোকাবেলায় যেকোনো মুহূর্তে সাঁজোয়া যান নামানো হতে পারে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি ফরাসিদের নিজ সন্তানকে বিক্ষোভ-সহিংসতায় যোগদান থেকে বিরত রাখার অনুরোধ জানান।

এদিকে তারকা ফুটবলার এমবাপ্পে এক ভিডিও বার্তায় ক্ষুব্ধ ফরাসিদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, সহিংসতা নয় সংলাপের মাধ্যমেই আসবে কার্যকরী সমাধাণ। মঙ্গলবার থেকে ট্রাফিক পুলিশের গুলিতে এক কিশোর হত্যার জেরে ফুঁসছে ফ্রান্স।

এটিএম/

Exit mobile version