Site icon Jamuna Television

কেনিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট ৬ যানবাহন, প্রাণহানি ৪৮

কেনিয়ায় বেপোরোয়া ট্রাকের চাপে পিষ্ট অন্তত ছয়টি যানবাহন। শুক্রবার (৩০ জুন) এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮ আরোহী-পথচারী। খবর আল জাজিরার।

গুরুতর আহত ৩০ ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা। পুলিশের তথ্য অনুসারে, শুক্রবার স্থানীয় সময় রাতে কেরিশো শহরে নিয়ন্ত্রণ হারায় একটি পণ্যবাহী ট্রাক। এলোপাতাড়ি চাপা দিতে থাকে ব্যস্ত সড়কে চলমান অন্যান্য যানবাহনকে। কাছের একটি বাস স্টপে অপেক্ষারত পথচারীদের ওপরও উঠে যায় ট্রাকটি।

পুলিশ জানায়, ট্রাক চালককে হেফাজতে নেয়া হয়েছে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয়েছে উদ্ধার তৎপরতা। এ দুর্ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট। শনিবার পালিত হচ্ছে জাতীয় শোক।

এটিএম/

Exit mobile version