Site icon Jamuna Television

সাইন ইন ছাড়া কারও টুইট দেখাবে না টুইটার

এতোদিন যেকোনো ইন্টারনেট ব্যবহাকারী টুইটারে সাইন ইন না করেই অন্য কোনো ব্যবহারকারীর করা টুইট দেখতে পারতেন। তবে এবার সে সুযোগ আর থাকছে না বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক। খবর রয়টার্সের।

সম্প্রতি ইলন মাস্ক এক টুইট বার্তায় বলেন, আমরা এতো বেশি ডাটা পাইলেজের সম্মুখীন হচ্ছি যে সাধারণ ব্যবহারকারীরা অসুবিধার মুখোমুখি হচ্ছেন।

এর আগে এআই কোম্পানিগুওলোর বিরক্তি প্রকাশ করেছিলেন মাস্ক। মূলত এআই ফার্মগুলো টুইটারের ডাটা ব্যবহার করে তাদের ল্যাংগুয়েজ মডেল আয়তস্থ করার চেষ্টা করছে বলেই এ পদক্ষেপ নিল টুইটার কর্তৃপক্ষ।

এটিএম/

Exit mobile version