Site icon Jamuna Television

পারকিনসনসে আক্রান্ত অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বোর্ডার

অ্যালান বোর্ডার।

জটিল পারকিনসনস রোগে ভুগছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বোর্ডার (৬৮)। ২০১৬ সালে অ্যালান এ রোগের অস্তিত্ব টের পান বলে জানা গেছে।

বোর্ডারের দাবি, এ রোগের কারণে তার ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকাটা হবে মিরাকল। পারকিনসন রোগে আক্রান্ত হলে মানুষের হাটতে অসুবিধা, শরীর অবশ হয়ে যাওয়া ও ভারসাম্য রাখতে না পারার মতো সমস্যা হয়ে থাকে।

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটার অ্যালান বোর্ডার। তার নেতৃত্বে ১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি ৯৩ টেস্টে অধিনায়কত্ব করার রেকর্ডটিও তার দখলে। ১৫৬ টেস্টের ক্যারিয়ারে বোর্ডার সেঞ্চুরি করেছিলেন ২৭টি।

/এসএইচ

Exit mobile version